গিরিবাজ কবুতর এর ব্লাড লাইন সম্পর্কে কিছু তথ্য

★★ কবুতরের ব্লাড লাইন ★★

কবুতরের চোখের ছোট্ট কালো মনির পাশে যেই রিং থাকে তা দেখেই মূলত ব্লাড লাইন বুঝা যায় ।
যেই কবুতরের মনির রিং full ক্লিয়ার স্পষ্ট থাকবে , বুঝতে হবে এর ব্লাড লাইন খুবি ভাল ।
এবং এটা খুব ভাল জাতের কবুতর ।

★★ উড়ানোর জন্যে বা পাল্লা করার জন্যে কেমন কবুতর নির্বাচণ করবেন ??? ★★

অবশ্যই ভাল blood line এর কবুতর নির্বাচণ করবেন ।

যদি ভাল ব্লাড লাইন না হয় তাহলে হয় তো আপনার কবুতর ট্রেনিং করালে অনেক সময় উড়বে কিন্তু আপনি যখন তা দিয়ে পাল্লা করতে যাবেন মানে দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসবেন তখন আপনার কবুতর বাসায় আসতে পারবে না ।

আর একটি বিষয় হলো অনেকে বলবেন , ব্লাড লাইন ভাল না তবে high fly করে এমন কবুতর ও পাল্লা করার পর বাসায় এসেছে ।

হ্যাঁ এটা ঠিক তবে আপনি যখন কবুতর পাল্লা করেন তখন তো ১টা বা ২টা কবুতর দিয়ে পাল্লা করেন না ।
সেখানে নির্দিষ্ট পরিমানে কবুতর থাকে ।

যেমন মনে করেন আপনি ১০টা কবুতর নিয়ে পাল্লা করলেন ।

সেখানে সব গুলো high fly করে ।

এখন ১০ টা থেকে আপনার বাসায় ফিরত এসেছে ৭ টা ।
এখন এই ৭ টার মধ্যে কিন্তু সব গুলোর ব্লাড লাইন ভাল না ।
এই গুলোর মধ্যে হয় তো ৪/৫ টার ব্লাড লাইন ভাল ।
আর বাকি গুলো এক সাথে উড়ার কারণে পিছনে পিছনে আসতে পেরেছে ।

★★ কবুতরকে কিভাবে উড়াবেন বা কিভাবে উড়ালে বেশি fly করবে ??? ★★

আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি ——-
আমি মনে করি কবুতরকে বাঁচ্চা কাল (২/১ পর) থেকেই নিয়মিত ট্রেনিং করালে সে ভাল ফ্লাই করবে !

কবুতরকে কিভাবে উড়াবেন ?

প্রতিদিন সকালে একবার ও বিকেলে একবার করে উড়াবেন ।
এক দিনে ভুলেও দুই বারবের বেশি উড়াবেন না ।

উড়ানোর জন্যে প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে নিবেন আপনার সুবিধা মত ।

আর প্রতিদিন একি time এ উড়ানোর চেষ্টা করবেন ।
যেমন —- যদি প্রতিদিন সকাল ৬ টা বাজে উড়ান তবে তার পরের দিন ও সেই ৬ টা বাজেই উড়ানোর চেষ্টা করবেন আর যদি আপনার সকালে উঠতে অসুবিধা হয় তাহলে প্রতিদিন ৭ থেকেও উড়াতে পারেন ।

তবে একটি বিষয় খেয়াল রাখবেন রোদ্রের তাপ যখন বেশি থাকে তখন কবুতরকে উড়াবেন না ।
কারণ তখন ওদের উড়তে অনেক কষ্ট হয় ।

আর আপনি যদি প্রতিদিন একি সময়ে উড়ানোর চেষ্টা করেন তাহলে কিছুদিন পর দেখবেন উড়তে উড়তে ওদের অভ্যাসে পরিনত হবে । তখন আস্তে আস্তে ওদের ফ্লাই time বারতে থাকবে ।

যখন দেখবেন ওরা ৩ ঘন্টা + ফ্লাই করে তখন থেকে শুধু সকালে এক বেলা উড়াবেন ।

যখন দেখবেন ৩ ঘন্টা + ফ্লাই করে তখন বুঝবেন পাল্লা করার জন্যে আপনার কবুতর প্রস্তুত হয়েছে ।

যখন দেখবেন ৪ ঘন্টা + ফ্লাই করে তখন ২/১ দিন বাদ দিয়ে দিয়ে উড়াবেন ।

একটা বিষয় খেয়াল রাখবেন ২/১ দিন থেকে যেনো ৪/৫ দিন বাদ না পরে ।

আর যেই কবুতর কে উড়াবেন ওদের কে পরিমান মত খাবার দিবেন ।
খাবারের পরিমান যদি বেশি হয় তাহলে কবুতর ভারি হয়ে যাবে আর কম fly করবে ।

উড়ানোর কবুতরকে পাতলা জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন ! যেমন সরিষা , চিনা, ধান ইত্যাদি ।
পাতলা জাতিয় খাবারের মধ্যে সরিষা বেশি ভাল ।

আর মাঝে মাঝে হালকা গম খেতে দিবেন ।
গমের পরিমান যেনো খুব বেশি না হয় ।

আর প্রতিবার উড়ানোর আগে কবুতরকে মাঝে মাঝে হাল্কা খাবার দিবেন ।
খাবারের পরিমান যেনো খুব কম হয় ।

খাবার খাওয়ার সাথে সাথেই উড়াতে যাবেন না ।
খাবার খাওয়ার ১৫/২০ মিনিট পর উড়াবেন ।

★★ আপনার কবুতর কি উড়তে চায় না কবুতরের ওজন কি বেশি ??? ★★

যেই কবুতরের ওজন বেশি সেই কবুতর বেশি fly করতে পারে না ।

যেই কবুতরের ওজন বেশি সেই কবুতর কে উড়ানোর জন্যে বেশি চাপ দিবেন না ।

সে যদি প্রথম দিন ১ মিনিট উড়ার পরেও বামে বসে পরে তার পরেও তাকে বেশি চাপ দিবেন না ।
তাকে সুন্দর ভাবে বামে বসতে দিবেন ।

বামে রেখে রোদে বসিয়ে রাখবেন ।
আর ধান ছাড়া অন্য খাবার দিবেন না । মাঝে মধ্যে একটু সরিষা দিবেন ।

এভাবে ১০/১৫ দিন যাওয়ার পর দেখবেন আপনার কবুতরের ওজন কমেছে কিনা ।
যদি ওজন না কমে তাহলে খাবারের পরিমান কমিয়ে দিবেন ।

আর কবুতরকে প্রতিদিন দুই বেলা করে উড়াতে থাকবেন ।

তার পর আস্তে আস্তে fly time বারতে থাকবে ।

যদি কবুতর দিয়ে পাল্লা করতে চান তাহলে …….

একটি সেট তৈরী করবেন !
এক সেটে নির্দিষ্ট পরিমান কবুতর রাখবেন ।
আর সেই কবুতর গুলোর blood line অবশ্যই ভাল দেখে নিবেন ।

মনে করেন এক সেটে ২০ পিছ কবুতর তৈরী করলেন পাল্লা করার জন্যে ।
সেই ২০ টা কবুতর প্রতিদিন এক সাথে উড়াবেন ।
যখন দেখবেন আপনার কবুতর গুলো ৩/৪ ঘন্টা + উড়ে তখন সেই কবুতর গুলোকে খাচায় করে আপনার বাসা থেকে আধা কিলো মিটার দূরে নিয়ে সব গুলো একসাথে ছেড়ে দিবেন ।
তার পর দেখবেন সব গুলো এক সাথে ঝাক বেধে বাসায় চলে আসবে ।
তার পরের দিন আবার সকালে খাচায় করে আপনার বাসা থেকে ১ কিলোমিটার দূরে নিয়ে সব গুলো একসাথে ছেড়ে দিবেন ।
এভাবে প্রতিদিন আধা কিলো বা এক কিলোমিটার করে দূরত্ব বারাতে থাকবেন । এভাবে ধৃরে ধৃরে আপনি ৪০/৫০ কিলোমিটার দূর থেকে কবুতর ছাড়তে পারবেন ।
আর একটি বিষয় সব সময় মাথায় রাখবেন কবুতরকে সকালে ছাড়বেন ।
বিকেলে যদি দূরে নিয়ে ছেরে দিয়ে আসেন তাহলে আপনার কবুতর সব বাসায় নাও আসতে পারে ।
কারণ সকালে ছাড়লে কবুতর টা বাসায় আসার জন্যে যেই সময় টা পাবে , বিকেলে ছাড়লে কিন্তু সেই
সময় টা পাবে না ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *